Thank you for trying Sticky AMP!!

বাবা হওয়ার পর মা হারানোর বেদনা জেগে ওঠে: উইলিয়াম

প্রিন্স উইলিয়াম। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম জানিয়েছেন, ছোটবেলায় মায়ের মৃত্যুতে বেদনার যে অনুভূতি হয়েছিল, তিনি বাবা হওয়ার পর তাঁর মধ্যে একই অনুভূতি ফিরে আসে।

মানসিক স্বাস্থ্য নিয়ে বিবিসির একটি তথ্যচিত্রে এমন অনুভূতির কথা প্রকাশ করেন ডিউক অব কেমব্রিজ। রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়েনা। প্রিন্সেস অব ওয়েলস ১৯৯৭ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

মা ডায়েনার মৃত্যুর সময় উইলিয়ামের বয়স ছিল ১৫ বছর। এখন তিনি একজন বাবা। তাঁর তিন সন্তান রয়েছে। উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন।

উইলিয়াম জানান, মা–বাবা হলে অতীতের কোনো ট্রমার অনুভূতি আবার সামনে চলে আসতে পারে। উইলিয়াম জানান, কঠিন সময়ে তিনি ও কেট পরস্পরকে সমর্থন জোগান।