Thank you for trying Sticky AMP!!

সৌদি যুবরাজের সঙ্গে কী কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বরিস জনসন ও মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

গতকাল বুধবার দুই দেশের নেতাদের মধ্যে এই ফোনালাপ হয়। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ফোনালাপে মোহাম্মদ বিন সালমান ও বরিস জনসন দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

ইয়েমেন সংকটসহ মধ্যপ্রাচ্যের সবশেষ ঘটনাবলি দুই নেতা পর্যালোচনা করেন। এ বিষয়ে তাঁরা আলাপ-আলোচনা করেন।

সৌদির সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সৌদি-ব্রিটিশ বাণিজ্য ও বিনিয়োগ শক্তিশালী করার বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

করোনা মোকাবিলায় জি-২০ জোটে সৌদি যুবরাজের নেতৃত্বের জন্য মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান বরিস জনসন।