
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন। তবে একই সময় দর্শকসারিতে থাকা তাঁর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।
জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের প্রথম দিনে নেতানিয়াহু তাঁর ভাষণ শুরু করার আগে সব প্রতিনিধিকে শান্ত থাকতে বলা হয়।