Thank you for trying Sticky AMP!!

রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিতে ব্লাড ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ

ইতিহাসের এই দিনে: প্রথম ব্লাড ব্যাংক চালু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৫ মার্চ। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত দিতে ব্লাড ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৩৭ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের শিকাগোয় প্রথম ব্লাড ব্যাংক চালু হয়। এটা চালু করেন মার্কিন চিকিৎসক বার্নার্ড ফ্যানটাস। বিশ্বে রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহের জন্য এটাই চালু হওয়া প্রথম ব্লাড ব্যাংক।

জুলিয়াস সিজারের ওপর হামলা

সময়টা খ্রিষ্টপূর্বাব্দ ৪৪ সাল। প্রাচীন রোমে তখন জুলিয়াস সিজারের শাসন চলছে। তিনি নিজেকে ‘আজীবনের শাসক’ ঘোষণা করেন। অর্থাৎ, যত দিন বাঁচবেন, তিনিই থাকবেন রোমের শাসক। সিজারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর সিনেটরেরা। ওই বছরের ১৫ মার্চ একদল সিনেটরের ছুরিকাঘাতে তিনি নিহত হন।

প্যারাঅলিম্পিকে কীর্তি

সময়টা ২০০২ সালের ১৫ মার্চ। প্যারাঅলিম্পিকের আসরে নরওয়ের স্কিয়ার রাগহিল্ড মাইক্লেবাস্ট পাঁচটি স্বর্ণপদক জিতে নেন। প্যারাঅলিম্পিকের ইতিহাসে তাঁকে একজন সেরা খেলোয়ার হিসেবে ধরা হয়। প্যারাঅলিম্পিকে মোট ২২টি স্বর্ণপদক জিতেছেন তিনি।

দেয়ালে ঝোলানো হচ্ছে ভ্যান গঘের আঁকা চিত্রকর্ম ‘স্ট্রিট সিন ইন মোমাখত্’

প্যারিসে ভ্যান গঘের প্রদর্শনী

ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্র প্রদর্শনী হয়েছিল ফ্রান্সের প্যারিসে। এ প্রদর্শনী শুরু হয় ১৯০১ সালের আজকের দিনে। প্রদর্শনীতে তাঁর ৭১টি চিত্রকর্ম ছিল। ভ্যান গঘের মৃত্যুর ১১ বছর পর প্রদর্শনীটি হলেও সেটি বেশ সাড়া ফেলেছিল। কেননা, জীবদ্দশায় ভ্যান গঘের মাত্র কয়েকটি চিত্রকর্ম বিক্রি হয়।

ইতিহাসের এই দিনে: সিংহাসনে বসেন রানি প্রথম এলিজাবেথ
ইতিহাসের এই দিনে: চুরি হওয়া ‘মোনালিসা’ উদ্ধার
ইতিহাসের এই দিনে: কার্যকর হয় ভারতের সংবিধান
ইতিহাসের এই দিনে: শুরু হয় উপসাগরীয় যুদ্ধ
ইতিহাসের এই দিনে: ‘ভুতুড়ে’ জাহাজের খোঁজ