Thank you for trying Sticky AMP!!

লকডাউন অমান্য করে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে

প্রতীকী ছবি

করোনাভাইরাসের কারণে জারি করা লকডাউনের নির্দেশ অমান্য করে মাছ ধরতে গিয়েছিলেন রুয়ান্ডার এক ব্যক্তি। পরে নদীতে থাকা কুমির খেয়ে ফেলে ওই লোককে। রুয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় শহর কামোনাইয়ের মেয়র এলিস কায়িতেটেসিকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খবর বিবিসি অনলাইনের।

গতকাল বুধবার নিয়াবারাঙ্গো নদীতে এ ঘটনা ঘটে। এলিস কায়িতেটেসিকে বিবিসিকে বলেন, ‘ঘরে থাকার নির্দেশ অমান্য করেছিলেন ওই ব্যক্তি। কিছু লোক লকডাউনের নিয়ম মানছে না। এ লোকটি এমন একজন।’

গত রোববার থেকে পূর্ব আফ্রিকার এ দেশে লকডাউন শুরু হয়। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ৪০ জন আক্রান্ত হয়েছেন। উপসাহারা অঞ্চলের দেশের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। লকডাউনের ফলে রুয়ান্ডার অর্থনৈতিক কর্মকাণ্ড চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ নিম্ন আয়ের মানুষ এ ব্যবস্থায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন।