
এলজিবিটি অধিকার রক্ষায় কাজ করা একটি সংগঠনকে নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ উগান্ডা। উগান্ডার যৌন সংখ্যালঘু (স্মাগ) গোষ্ঠীটি সঠিকভাবে নিবন্ধন না করায় ‘তাৎক্ষণিকভাবে’ এটি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। খবর বিবিসি
গোষ্ঠীটি বলছে, এই আদেশের মাধ্যমে উগান্ডার সরকার এলজিবিটিদের ‘পরিষ্কারভাবে চরিত্র হনন’ করেছে।
উগান্ডায় যৌন সংখ্যালঘুদের ব্যাপক নিপীড়নের সম্মুখীন হতে হয়। দেশটিতে সাধারণ মানুষ এলজিবিটিবিরোধী এবং ট্রান্সফোবিক দৃষ্টিভঙ্গি ধারণ করে। উগান্ডায় এলজিবিটি সম্পর্ক বেআইনি। দেশটিতে এলজিবিটিদের ‘অপ্রাকৃতিক অপরাধ’ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। উগান্ডা পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ১৯৪ ব্যক্তির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনা হয়েছিল। তাঁদের মধ্যে ২৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
উগান্ডার এলজিবিটি অধিকারকর্মী ফ্রাঙ্ক মুগিশা বলেন, এলজিবিটিবিরোধী এবং লিঙ্গবিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুস্পষ্টভাবে এলজিবিটিদের চরিত্র হনন করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, উগান্ডার সরকার এলজিবিটি সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করে এবং তাঁদের অস্তিত্ব সম্পূর্ণরূপে মুছে ফেলার চেষ্টা করছে।