Thank you for trying Sticky AMP!!

আফগানিস্তানে ট্রাকবোমা হামলায় নিহত কমপক্ষে ৩০

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় অনেকে হতাহত হয়েছেন। ছবি: রয়টার্স

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালের কাছে তালেবানদের গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৯৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার জাবুলের কাছে এ বোমা হামলার ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনার বৈঠক ভেঙে যাওয়ার পর থেকে দেশটিতে প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারি গোয়েন্দা দপ্তরের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

দেশটির শক্তিশালী নিরাপত্তা সংস্থা ন্যাশনাল ডিরেক্টোরেট অব সিকিউরিটির প্রশিক্ষণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালাতে গেলেও শেষ পর্যন্ত বিস্ফোরকবোঝাই ট্রাকটি নিকটস্থ হাসপাতালের সামনে বিস্ফোরণ ঘটানো হয়।

জাবুল প্রদেশের রাজধানী কোয়ালাতের প্রভিন্সিয়াল কাউন্সিলের সদস্য হাজি আতা জান হাকবায়ান বলেন, ঘটনাস্থল থেকে ২০ জনের মৃতদেহ ও ৯৫ জন আহত ব্যক্তিকে সরানো হয়েছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।

বিস্ফোরণে নারী, শিশু, স্বাস্থ্যকর্মীসহ অনেকেই মারাত্মক আহত হয়েছেন।