Thank you for trying Sticky AMP!!

ইরানের পরমাণুবিজ্ঞানী হত্যায় জড়িত কয়েকজন গ্রেপ্তার

ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ

ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ হত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকারের এক উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বার্তা  সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়।

হোসেইন আমির-আবদুল্লাহিয়ান গতকাল বলেন, এই হত্যায় জড়িত অপরাধীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তারা বিচার থেকে রেহাই পাবে না।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, হোসেইন আমির-আবদুল্লাহিয়ান দেশটির আরবি ভাষার একটি টিভি চ্যানেলের কাছে এসব কথা বলেছেন।

হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, ‘আমেরিকান গোয়েন্দা বা অন্য কোনো গোয়েন্দাদের সহযোগিতা ছাড়া ইসরায়েল কি একা এই কাজ (গুপ্তহত্যা) করতে পেরেছে? অবশ্যই না।’

গত ২৭ নভেম্বর আততায়ীর হামলায় নিহত হন মোহসেন ফাখরিজাদেহ। তাঁর হত্যাকাণ্ড নিয়ে ইরান থেকে একাধিক ভাষ্য পাওয়া গেছে।

ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেছে ইরান।

তেহরান বলেছে, ফাখরিজাদেহকে হত্যায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা ইসরায়েলের তৈরি। হামলার স্থল থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তাতে ইসরায়েলের সামরিক কারখানার লোগো রয়েছে।

ফাখরিজাদেহকে হত্যার প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার করেছে ইরান।

ইরানের ‘বোমার জনক’ ফাখরিজাদেহকে দেশটির গোপন পারমাণবিক কর্মসূচির মূল পরিকল্পনাকারী হিসেবে ভাবা হতো।