Thank you for trying Sticky AMP!!

কাজাখস্তানে সংবিধান সংশোধনে গণভোট

সংবিধান সংশোধনের জন্য গণভোট

সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজন করেছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। দেশটির প্রতিষ্ঠাতা নেতা নুরসুলতান নাজারবায়েভের তিন দশকের শাসনের পর রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে বর্তমান নেতা কাসিম-জোমার্ট তোকায়েভ গতকাল রোববার এই গণভোটের আয়োজন করেন।

আল-জাজিরার খবরে বলা হয়, তোকায়েভের নেতৃত্বে নতুন কাজাখস্তান গড়ার উদ্যোগ হিসেবে সংবিধান পরিবর্তন করা হচ্ছে। এতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিকেন্দ্রীকরণসহ পার্লামেন্টে বিভিন্ন গোষ্ঠীর বৃহত্তর প্রতিনিধিত্বের সুযোগ ও প্রেসিডেন্টের স্বজনের সরকারি পদ দখল ঠেকানো যাবে।

গণভোটের ফলে ১৯৯৫ সালে গৃহীত বর্তমান সংবিধানের এক-তৃতীয়াংশ সংশোধন করা হবে। এতে নাজারবায়েভের সমর্থন ছাড়াই দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে তোকায়েভের। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গণভোটের ফলাফল পাওয়া যায়নি।