Thank you for trying Sticky AMP!!

ফণীতে ওডিশায় নিহত ৩

ওডিশা রাজ্যের উপকূলে শুক্রবার সকালে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। ছবি: এএনআই

ঘূর্ণিঝড় ফণীর কারণে ভারতের ওডিশা রাজ্য তিন ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তিন ব্যক্তির মধ্যে দুজনের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেন ওডিশা রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার বিষ্ণুপদ শেঠি। 

ওডিশার এই ত্রাণ কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় ফণী চলাকালে এক বয়স্ক ব্যক্তি একটি আশ্রয়শিবিরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। আরেক ব্যক্তি সতর্কতা উপেক্ষা করে ঘূর্ণিঝড়ের মধ্যে বাইরে যান। তাঁর ওপর গাছ পড়লে তিনি নিহত হন।

বার্তা সংস্থা পিটিআই জানায়, অপর একজন উড়ে যাওয়া শক্ত কোনো কিছুর আঘাতে নিহত হন।

ওডিশা রাজ্যের উপকূলে শুক্রবার সকালে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। ছবি: এএফপি

ঘূর্ণিঝড়ে রাজ্যে অনেক গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। রাজ্যের অনেক এলাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারী বৃষ্টিতে কোনো কোনো এলাকা ডুবে গেছে।

সকালে ওডিশা রাজ্যের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ফণী। ফণীর প্রভাবে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যায়। একই সঙ্গে ভারী বৃষ্টি হয়।

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় ওডিশার রাজ্য সরকার আগেই উপকূলবর্তী ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।