
ফিলিপাইনের তানাউয়ান সিটির বিতর্কিত মেয়র গুপ্তঘাতকের গুলিতে নিহত হয়েছেন। সিটি পুলিশের বরাতে সিএনএন এ খবর দিয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট রেনাতো মার্চাদো সিএনএনকে বলেন, অজ্ঞাত আততায়ীর একমাত্র গুলিটি মেয়র আন্তোনিও হালিলির বুকে বিদ্ধ হয়। মাদকসংক্রান্ত অপরাধে আটক ব্যক্তিদের জনসমক্ষে হাঁটিয়ে মেয়র হালিলি কুখ্যাতি অর্জন করেন।
আজ সোমবার স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল ছয়টা) তানাউয়ান সিটি হলের সামনে পতাকা তোলার সময় গুলিবিদ্ধ হন মেয়র আন্তোনিও হালিলি। কর্তব্যরত চিকিৎসক আলেকজান্ডার কার্নাদাং বলেন, ঘটনার এক ঘণ্টারও কম সময় পর রেইয়েস মেমোরিয়াল হাসপাতালে হালিলিকে মৃত ঘোষণা করা হয়।
এ হত্যাকাণ্ডের জন্য পুলিশ এখনো কাউকে খুঁজছে না বা এর মোটিভ তাদের জানা নেই। তবে সন্দেহভাজনদের জনসমক্ষে হাঁটিয়ে হিলালির পরিচিতি লাভ করেছিলেন।