Thank you for trying Sticky AMP!!

শত্রুতা ভুলে বন্ধুত্বের করমর্দন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন আজ মঙ্গলবার সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করেছেন। এ সময় তাঁরা হাসিমুখে করমর্দন করেছেন। তাঁদের এই বৈঠক বিশ্বের জন্য শান্তির বার্তা বয়ে আনতে পারে। দুই নেতার আলোচিত বৈঠকের নানা মুহূর্ত ধরা পড়েছে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায়।

বৈরিতা ভুলে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন।
করমর্দন করছেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন। এই করমর্দনকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সিঙ্গাপুরের এক বিলাসবহুল হোটেলে একান্ত বৈঠকের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন ফের করমর্দন করেন।
করমর্দনের সময় ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উনের মুখে ছিল হাসি।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে একান্ত বৈঠক শেষে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একান্ত বৈঠক শেষে বারান্দায় দাঁড়িয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হাত নাড়েন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন।
কিম জং-উনের সঙ্গে বৈঠক থেকে দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প।