Thank you for trying Sticky AMP!!

শ্রীলঙ্কায় তেল মজুতকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান

জ্বালানি–সংকট চলছে শ্রীলঙ্কায়। ডিজেল কিনতে স্টেশনগুলোতে লম্বা লাইন দেখা গেছে

বেশি দামে বিক্রির জন্য যারা ডিজেল ও পেট্রল কিনে মজুত করছে, তাদের বিরুদ্ধে দেশজুড়ে একটি অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ। খবর বার্তা সংস্থা সিনহুয়ার

রাজধানী কলম্বোয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, আজ রোববার থেকে জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে পুলিশ দেশজুড়ে একটি অভিযান শুরু করেছে।

পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া আরও বলেন, তাদের কাছে তথ্য আছে, বেশি দামে বিক্রির জন্য জ্বালানি কিনতে অনেকে গ্যাস স্টেশনগুলোতে ভিড় করছেন।

গ্যাস স্টেশনগুলোতে জ্বালানি থাকা সত্ত্বেও মজুতকারী ক্রেতাদের জন্য দীর্ঘ লাইন লেগে যাওয়ায় সাধারণ ক্রেতাদের অসুবিধা হচ্ছে বলে জানান নিহাল থালদুয়া।

এদিকে শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান, শনিবার রাতে পেট্রলবাহী একটি জাহাজ কলম্বোয় তেল নামানো শুরু করেছে। পেট্রলবাহী আরও একটি জাহাজ ২৫ মে কলম্বো বন্দরে এসে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।

Also Read: শ্রীলঙ্কায় আরও ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল ভারত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ–সংকটে কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় ব্যাপক জ্বালানি–সংকট চলছে। এর প্রতিবাদে দেশটির মানুষ সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন।

শ্রীলঙ্কায় খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুৎ–সংকট ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি সামলাতে পারছে না সরকার। সংকটের জন্য ক্ষমতাসীন রাজাপক্ষে পরিবারকে দায়ী করে গণবিক্ষোভ করছেন দেশটির মানুষ। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবি করছেন তাঁরা।

Also Read: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার