Thank you for trying Sticky AMP!!

সন্ত্রাসবাদ নিয়ে বৈশ্বিক সম্মেলন চান মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রয়টার্স ফাইল ছবি

সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক সম্মেলন চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে মালদ্বীপে গিয়ে গতকাল শনিবার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় সন্ত্রাসবাদ নিয়ে বৈশ্বিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

মোদি তাঁর বক্তৃতায় সন্ত্রাসবাদের আঞ্চলিক ও বৈশ্বিক উভয় ধরনের হুমকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের জন্য হুমকি নয়, গোটা সভ্যতার জন্যই হুমকি।

জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বৈশ্বিক সম্মেলন আয়োজনসহ নানাভাবে সক্রিয় রয়েছে উল্লেখ করে মোদি বলেন, ‘তাহলে সন্ত্রাসবাদ ইস্যুতে তা হচ্ছে না কেন?’

মোদি এক বৈশ্বিক সম্মেলনের আহ্বান জানান যাতে সন্ত্রাসী এবং তাদের সমর্থকেরা যে পদ্ধতিতে কাজ করছে তার ত্রুটি খুঁজে বের করে অর্থপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধানে আসা যায়।

সন্ত্রাসবাদ যাতে কার্যকরভাবে মোকাবিলা করা যায়, সেই লক্ষ্যে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান মোদি।

প্রতিবেশী পাকিস্তানের নাম উল্লেখ না করে দেশটির প্রতি ইঙ্গিত দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদই বিশ্বের সবচেয়ে বড় হুমকি।

চীনের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতা বাড়ছে। এমন প্রেক্ষাপটে দুই দিনের সফরে মোদি মালদ্বীপ গেছেন। তাই তাঁর এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে।

সফরের পরবর্তী ধাপে শ্রীলঙ্কা যাবেন মোদি। এ জন্য দেশটিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।