Thank you for trying Sticky AMP!!

হিরোশিমা দিবস আজ

আজ হিরোশিমা দিবস। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই দিনে জাপানের হিরোশিমা নগরে বিশ্বে প্রথমবারের মতো ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র পারমাণবিক বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। জাপানের স্থানীয় সময় সকাল আটটা ১৬ মিনিটে বিশ্বের ইতিহাসে প্রথম পারমাণবিক এ বোমার বিস্ফোরণ ঘটে। এর তাৎক্ষণিক প্রভাবে ৮০ হাজার মানুষের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৩৫ হাজার। এ ছাড়া এ বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় বছর শেষে আরও অন্তত ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।
বিবিসি