এবার ৭.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভূমিকম্প
প্রতীকী ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৩। গতকাল সোমবার দিবাগত রাতে দেশটির সুমাত্রা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে।

এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে তা তুলে নেওয়া হয়। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

বিএমকেজির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দিবাগত রাত তিনটায় আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮৪ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পের পরে ওই এলাকায় আরও কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। বিএমকেজি জানিয়েছে, এর মধ্যে একটি ছিল রিখটার স্কেলে ৫ মাত্রার।

এর আগে গত রোববার সকালে পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার কেপুলাউয়ান বাতু এলাকা। এর একটি ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার। অপরটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।