Thank you for trying Sticky AMP!!

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

মিয়ানমারে বিমান হামলায় উদ্বেগ জাতিসংঘের

মিয়ানমারের রাখাইন রাজ্যের গ্রামগুলোতে জান্তা বাহিনীর ক্রমাগত বিমান হামলার যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘শঙ্কিত’ বলে জানিয়েছেন।

স্থানীয় লোকজন এএফপিকে জানিয়েছে, গত সোমবার বিমান হামলায় ২০ জনের বেশি নিহত হয়েছেন।

জাতিসংঘের প্রধানের একজন মুখপাত্র সোমবার বলেন, মিনবিয়া শহরে সেনাবাহিনী ক্রমাগত বিমান হামলা চালিয়ে যাচ্ছে, আজও (সোমবার) সেখানে বিমান হামলা হয়েছে। মহাসচিব গুতেরেস এসব খবরে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। এসব হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেওয়ের পূর্বে মিনবিয়া শহরটির অবস্থান। এর আগে গত রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে থার ধার গ্রামে বিমান হামলা হয়। এতে ১০ জন পুরুষ, ৪ জন নারী ও ১০ শিশু নিহত হয়।

গ্রামের এক বাসিন্দা নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, ‘আমাদের গ্রামে কোনো লড়াই হয়নি। অথচ তারা (জান্তা) আমাদের ওপর বোমা হামলা করেছে।’