Thank you for trying Sticky AMP!!

চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তাঁর স্ত্রী আসমা আল আসাদকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। বেইজিং, ২১ সেপ্টেম্বর

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার চীন সফর শুরু করেছেন। সফর চলাকালে তিনি তাঁর যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে সহায়তার জন্য দীর্ঘদিনের এ মিত্রদেশের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানাবেন।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম চীন সফরে গেলেন আসাদ। সিরিয়ায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে পাঁচ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গৃহহীন হয়েছে আরও কয়েক লাখ মানুষ। এ ছাড়া সিরিয়ার অবকাঠামো ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে।

পশ্চিমা দেশগুলোর দ্বারা একঘরে হয়ে পড়া নেতাদের মধ্যে সর্বশেষ নেতা হলেন আসাদ, যিনি চীন সফরে গেলেন।

এ ক্ষেত্রে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা রয়েছেন, যাঁরা সবাই এ বছর চীন সফর করছেন।