Thank you for trying Sticky AMP!!

আক্রমণ প্রস্তুতির জন্য মহড়া করছে চীন: তাইওয়ান

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, তাঁর দেশে আক্রমণ চালানোর প্রস্তুতির জন্য সামরিক মহড়াকে ব্যবহার করছে চীন।

আজ মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জোসেফ উ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবে বেইজিং ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জোসেফ উ।

জোসেফ উ বলেন, ‘চীনের আসল উদ্দেশ্য তাইওয়ান প্রণালি ও পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তন করা।’

চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে পেলোসি স্বশাসিত তাইওয়ান সফর করেন। তাঁর তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয় চীন।

Also Read: তাইওয়ান ঘিরে চীনের মহড়া ‘শেষ হয়ে হইল না শেষ’

পেলোসির সফরের পর গত বৃহস্পতিবার তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করে চীন।

পূর্বঘোষণা অনুযায়ী, চীনের সামরিক মহড়া গত রোববার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ হয়নি।

চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক মহড়া আজও অব্যাহত আছে। এ মহড়ায় চীনা সামরিক বাহিনীর নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে।