Thank you for trying Sticky AMP!!

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা ছবিতে

গতকাল শনিবার রাতে ইন্দোনেশিয়ার মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। ইন্দোনেশিয়ার পুলিশ বলছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

তাঁদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলনে নিহত হন। ইন্দোনেশীয় কর্তৃপক্ষের সবশেষ হিসাব অনুযায়ী, স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলনের ঘটনায় এখন পর্যন্ত ১৭৪ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামে সংঘর্ষের সময় ও পরে তোলা কিছু ছবি—

স্টেডিয়ামে পেরসেবায়া সুরাবায়া ও আরেমার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়
স্টেডিয়ামে বিশৃঙ্খলা তৈরি হলে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ
কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষের পর তোলা এ ছবিতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি পড়ে আছে
কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষের পর তোলা এ ছবিতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত একটি ট্রাক
পূর্ব জাভা প্রদেশের মালাং শহরের একটি হাসপাতালের সামনে অপেক্ষায় হতাহতদের স্বজনেরা
ইন্দোনেশিয়ার মালাং শহরের স্টেডিয়ামে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে
মালাং শহরের স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করা একটি গাড়ির পাশে তদন্ত করছে পুলিশ