Thank you for trying Sticky AMP!!

ভো ভ্যান থুং

ভিয়েতনামের প্রেসিডেন্ট পদত্যাগ করলেন

ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র গ্রহণ করেছে তাঁর দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি। গতকাল বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টি বলেছে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন। তাঁর কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তাঁর নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

ভো ভ্যান থুং এক বছর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিকমাত্র। এটি দেশটির শীর্ষ চারটি পদের একটি। দল ও শাসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।

থুংয়ের ত্রুটিগুলো কী, তা বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। তবে এর সঙ্গে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে শুরু করা ঘুষবিরোধী অভিযানের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, এ অভিযান মূলত দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু করা হয়েছে।