Thank you for trying Sticky AMP!!

চীনে ১৩৩ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

চীনের ইস্টার্ন এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ১৩৩ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে অজ্ঞাতসংখ্যক আরোহী হতাহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আজ সোমবার এসব কথা জানিয়েছে আল-জাজিরা।

সিসিটিভি জানায়, গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে দুর্ঘটনাস্থলে অগ্নিকুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বিবিসি জানায়, পাহাড়ি অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ উড়োজাহাজটির অবস্থান ‘অজ্ঞাত’দেখায়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং ছেড়ে আসার পর উড়োজাহাজটি তার নির্ধারিত গন্তব্য গুয়ানঝোউতে পৌঁছায়নি। যোগাযোগ করেও ইস্টার্ন এয়ারলাইনসের কোনো বক্তব্য পায়নি এএফপি।