
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ বনাঞ্চল পুড়ে যাচ্ছে। ঘরহারা হচ্ছেন অনেকে। তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানালে ৩ লাখ ২২ হাজার বর্গ একর জমি পুড়ে গেছে। এদিকে ভূমধ্যসাগরের তীরবর্তী গ্রিসেও দাবানল ছড়িয়ে পড়েছে।
গ্রিসের রাজধানী এথেন্স থেকে হাজার হাজার মানুষ বাড়িঘর ফেলে পালাচ্ছে। কয়েক শ মানুষকে স্থানীয় এভিয়া দ্বীপে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র বাতাস ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় টানা চার দিন ধরে দাবানল ছড়িয়ে পড়ছে শহরে। ৩০ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ দাবদাহের ঘটনা ঘটেছে, এর ফলে দেশের বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে।
দাবানলের কারণে এভিয়া দ্বীপের দুটি ছোট শহরে লোডশেডিং দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার থেকে দ্বীপের তিনটি সৈকত থেকে অন্তত ৬৩১ জন পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
ওই এলাকার পাইন বনে গত মঙ্গলবার শুরু হওয়া দাবানলে বনের বিশাল অংশ পুড়ে সমুদ্রতীরেও ছড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে কোস্টগার্ড টহল বাড়িয়েছে। এভিয়া দ্বীপের ডেপুটি গভর্নর জর্জ কেলাইদিতিস বলেন, ‘৫০ বছরের মধ্যে এভিয়ার সবচেয়ে বড় বিপর্যয় মোকাবিলায় আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
প্রতিবেশী রাষ্ট্র তুরস্কও দাবানলের সঙ্গে লড়াই করছে। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, দাবানলে দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র হুমকির মুখে আছে। এই সপ্তাহে ইতালির সিসিলি দ্বীপেও গরম বাতাস ছড়িয়ে পড়েছে।
জুলাইয়ের শেষে তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় উপকূলে দাবানলে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, এঁদের মধ্যে অনেক পর্যটকও রয়েছেন, যাঁরা নৌকায় করে রিসোর্ট ছেড়ে গেছেন।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, তুরস্কে এই বছর প্রায় ১ লাখ ৬০ হাজার হেক্টর বন পুড়ে গেছে। আগুনে পুড়ে সেখানকার গ্রিনভিল শহর প্রায় ধ্বংস হয়ে যাওয়ায় নিরাপদে সরে যেতে বলা হয়েছে শহরটির ৮০০ বাসিন্দাকে।
সর্বশেষ গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আগুন ছড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দাবানলে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবারের দাবানলকে অঙ্গরাজ্যটির ইতিহাসে অষ্টম বৃহত্তম বলে উল্লেখ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তোলা কয়েকটি ছবিতে দেখা যায়, আগুনে পুড়ছে গ্রিনভিল শহরের গাছগুলো।