বিচিত্র

বিষের রাজ্যে ঘোরাঘুরি

বিষাক্ত বাগান।
ছবি: সংগৃহীত

কাজের চাপে পিষ্ট শহুরে মানুষ দুদণ্ড শান্তি খুঁজতে পার্কে কিংবা বাগানে ঘুরতে যান। সবুজের মাঝে চোখ জুড়িয়ে, নির্মল বাতাসে প্রাণভরে শ্বাস নিয়ে নিজেকে তরতাজা করে ফেরেন। এ জন্য নগর–পরিকল্পনায় কর্মব্যস্ত মানুষকে প্রশান্তি দিতে ছোট–বড় পার্ক কিংবা বাগান বানানোর কথা বলা হয়। তবে এমন একটি বাগান রয়েছে, যেখানে গেলে মানুষের মনে প্রশান্তির বদলে আতঙ্ক ভর করবে। সেখানে সামান্য অসতর্ক চলাফেরা যে কারও মৃত্যুর কারণ হতে পারে।

অবাক করা এই বাগান রয়েছে যুক্তরাজ্যের নর্দামবারল্যান্ডে। সেখানকার জনপ্রিয় একটি বাগান আলনউইক গার্ডেন। তারই একটি অংশের নাম দ্য পয়জন গার্ডেন বা বিষের বাগান। সেখানে রয়েছে বিষাক্ত সব গাছের অনন্য এক সংগ্রহ। অনলাইন সংবাদমাধ্যম রিপাবলিকওয়ার্ল্ডডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কালো রঙের বড় একটি লোহার ফটক পেরিয়ে ঢুকতে হয় বাগানটিতে। ফটকের ওপরে বড় হরফে লেখা রয়েছে—দ্য পয়জন গার্ডেন।

ভেতরের সারি সারি নানা প্রজাতির গাছ যে কারও চোখ জুড়াবে। তবে পুরোটা সময় সতর্ক থাকতে হবে। কেননা, শতাধিক প্রজাতির এসব গাছের কোনোটির পাতা, কোনোটির ডাল বিষাক্ত। সেগুলো ছুঁয়ে দেখা মানা। এমনকি কোনো কোনো প্রজাতির পাতা কিংবা ফুলের সুবাস শুঁকতে গেলেও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার কিংবা মৃত্যুর ঝুঁকি রয়েছে।

২০০৫ সালের ফেব্রুয়ারিতে বিষাক্ত গাছের এই বাগানের যাত্রা শুরু। ডাচেস অব নর্দামবারল্যান্ডের পরিকল্পনা ও উদ্যোগে এটি গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে দুষ্প্রাপ্য হেমলক থেকে শুরু করে রিসিনাস কোমুনিস, ফক্সগ্লোভ, ব্রুগমানসিয়া, লাবুরনামসহ শতাধিক প্রজাতির বিষাক্ত গাছ। ঝুঁকি থাকলেও দর্শনার্থীদের নজর কেড়েছে বিশেষ এই বাগান। প্রতিদিন বিষের এই রাজ্যে ভিড় জমায় অনেক মানুষ।