Thank you for trying Sticky AMP!!

রুশ বাহিনীর হাতে বন্দী দুই ব্রিটিশ ও এক মরোক্কান সেনাকে মৃত্যুদণ্ড

দোনেৎস্কের একটি কারাগারে দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে রাখা হয়েছে

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সৈন্য হিসেবে অংশ নেওয়ার অভিযোগে দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন দোনেৎস্কের একটি আদালত। এর আগে এই তিনজন রাশিয়ার সেনাদের হাতে ধরা পড়েছিলেন। খবর বিবিসির

বৃহস্পতিবার ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত অঞ্চল দোনেৎস্কের একটি আদালত এ রায় দেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির খবরে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই তিন ব্যক্তি হলেন নটিংহামশায়ারের এডেন অ্যাসলিন (২৮) ও বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) এবং মরক্কোর সাউদিন ব্রাহিম।

রায় প্রদানকারী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ওই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ওই তিনজনের বিরুদ্ধে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। কিন্তু দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের দাবি, তাঁরা ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করতেন।