Thank you for trying Sticky AMP!!

স্পেনের ঐতিহ্যের স্থাপনা

>ইউরোপের অন্যান্য অংশের তুলনায় স্পেন অনেক দিক থেকেই বৈশিষ্ট্যমণ্ডিত এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মিলনস্থল। স্পেনের প্রাচীন ইতিহাসেও সেখানকার বিভিন্ন অভিবাসী জাতির বসতি স্থাপনের দীর্ঘ ধারা ও নানা ধর্ম-সংস্কৃতির মিলন এবং ঐতিহ্যের কথা লেখা রয়েছে। ৭১১ থেকে ১৪৯২ সাল পর্যন্ত স্পেনের দক্ষিণাঞ্চলে উত্তর আফ্রিকা থেকে আসা মুসলিম মুরিয় শাসকেরা দীর্ঘদিন রাজত্ব করেন। মুসলিম শাসকেরা ওই সময় স্পেনে নতুন শস্য প্রবর্তন, দক্ষ সেচ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং স্থাপত্য, গণিত, চিকিৎসা ও দর্শনের প্রসার ঘটান। হাজার বছরের বেশি সময়ের পুরোনো নানা ঐতিহ্যবাহী স্থাপনা এখনো রয়েছে টলেডো, কর্ডোভা, আলমেরিয়া, আলহাম্বরা ও গ্রানাডায়। এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে গত কয়েকদিনে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি সরাফ আহমেদ
কর্ডোভা শহরের বিখ্যাত মসজিদ ক্যাথেড্রাল। এই বিখ্যাত স্থাপনার কাজ শুরু হয়েছিল খলিফা আবদেল রহমানের সময় ৭৮৪ সালে।
মসজিদ ক্যাথেড্রালের মূল ফটক ছাড়াও সীমানাপ্রাচীরে রয়েছে কারুকার্যময় অনেক তোরণ।
মসজিদ ক্যাথেড্রালের ভেতর রয়েছে আরবি ও মুসরি সভ্যতার কারুকাজ ও লিখন।
কর্ডোভার গাদালকুইভি রোমান সেতুর ওপর থেকে কর্ডোভা শহরের নানা ঐতিহাসিক স্থাপনা।
১৩০০ শতাব্দীর মধ্যবর্তী সময় সেরেরা নেভেদা পর্বতের উপত্যকায় তৈরি গ্রানাডা শহরে অবস্থিত আলহাম্বরা দুর্গ।
আলহাম্বরা দুর্গের ভেতরে মসজিদ–সদৃশ স্থাপনা।
আলহাম্বরা দুর্গের একটি অংশের অভ্যন্তরীণ অঙ্গন।
তাজো নদীর তীর থেকে ১৫০০ বছরের পুরোনো একসময়কার স্পেনের সাম্প্রদায়িক সম্প্রীতি আর সাংস্কৃতিক কেন্দ্রের শহর টলেডো।
টলেডো শহরে তাজো নদীর ওপর আলকান্ট্রা সেতু।
টলেডো শহরে একটি প্রাচীন দুর্গ।
স্পেনের সর্বদক্ষিণে আলমেরিয়া শহরে পাহাড়ের ওপরে আল কাজাবা দুর্গ।