Thank you for trying Sticky AMP!!

৯/১১ হামলায় নিহতদের জন্য রানি এলিজাবেথের প্রার্থনা

রানি দ্বিতীয় এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় নিহত ও বেঁচে যাওয়া মানুষদের জন্য তাঁর প্রার্থনা সব সময় থাকবে। একই সঙ্গে শনিবার তিনি ওই হামলার পর পুনর্গঠনে একত্র হওয়া সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া এক বার্তায় রানি বলেন, ‘হামলার শিকার, বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পরিবার ও পুরো জাতির পক্ষ থেকে প্রার্থনা থাকবে। এর পাশাপাশি দ্রুত উদ্ধারকাজে যুক্ত ব্যক্তি ও উদ্ধারকর্মীদের জন্যও প্রার্থনা। ২০১০ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় আমার প্রথম যাওয়ার বিষয়টি স্মৃতিতে উঠে আসছে। এটি আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমরা অনেক জাতি, বিশ্বাস এবং পটভূমি থেকে নিহতদের সম্মান করি এবং পুনর্গঠনে একত্র হওয়া সম্প্রদায়কে তাদের সহনশীলতা ও দৃঢ় প্রচেষ্টার জন্য শ্রদ্ধা জানাই।’

বার্তা সংস্থা এএফপি জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ৯/১১-এর দুই দশক পূর্তিতে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি তাতে বলেছেন, ‘দুর্বৃত্তরা পশ্চিমা মূল্যবোধ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। আমরা এখন ২০ বছরের দৃষ্টিকোণ দিয়ে বলতে পারি যে তারা (জিহাদিরা) স্বাধীনতা এবং গণতন্ত্রে আমাদের বিশ্বাসকে নাড়াতে ব্যর্থ হয়েছে।’

জনসন আরও বলেন, ‘আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলি আমাদের কাছ থেকে যাদের কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মনে রাখার দৃঢ় সংকল্পকে শক্তিশালী করবে। সন্ত্রাসবাদের ব্যর্থতা এবং আমাদের মধ্যে বন্ধনের দৃঢ়তা প্রদর্শন করবে।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০তম বার্ষিকীতে নিহত প্রায় তিন হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ওই দিনের তিনটি হামলাস্থল পরিদর্শন করবেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিউইয়র্ক সিটিতে যাবেন।