
ইউক্রেনের জন্য দূরপাল্লার এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ব্যাপারে তাঁকে আশ্বস্ত করেছেন। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার বরাতে শুক্রবার এনবিসি নিউজ খবরটি প্রকাশ করেছে।
রাশিয়ার দখলে থাকা এলাকাগুলোতে হামলা চালাতে এবং রুশ সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে বারবারই বাইডেন প্রশাসনের কাছ থেকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে ইউক্রেন। গত বৃহস্পতিবার জেলেনস্কি ওয়াশিংটন সফর করেন। হোয়াইট হাউসে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করেন।
কিয়েভের জন্য নতুন করে ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তাও ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে এটিএসিএমএস নিয়ে কোনো সিদ্ধান্তের কথা প্রকাশ করেনি হোয়াইট হাউস।
এনবিসি নিউজের প্রতিবেদন সম্পর্কে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস ও প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বৃহস্পতিবার পেন্টাগনেও জেলেনস্কি বৈঠক করেছেন। এ সময় তাঁকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কি না, তা পেন্টাগনের কাছে জানতে চাওয়া হয়েছিল। তবে পেন্টাগন এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, এ ব্যাপারে তাদের কোনো কিছু ঘোষণা দেওয়ার নেই।
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য এটিএসিএমএস পাঠানোর কথা ভাবছে। এটি ১৯০ মাইল (৩০৬ কিলোমিটার) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।