Thank you for trying Sticky AMP!!

রাশিয়ায় যুদ্ধবিমানের কারখানায় কিম

রাশিয়ার কমসোমলস্কে অবস্থিত যুদ্ধবিমান কারখানা পরিদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন

রাশিয়ার যুদ্ধবিমান কারখানা ঘুরে দেখেছেন কিম। এ খবরে রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তির আশঙ্কা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কমসোমলস্কে অবস্থিত একটি সামরিক কারখানা ঘুরে দেখেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার গণমাধ্যম কিমের বিলাসবহুল ট্রেনের ছবিও প্রকাশ করেছে। কিমকে সেখানে রীতিমতো লালগালিচা অভ্যর্থনা জানানো হয়।

Also Read: পুতিনের কাছে আসা কিমের সঙ্গে বসতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু কীভাবে জানা নেই

রেলস্টেশনে নেমেই কিম চলে যান সামরিক কারখানাটি দেখতে। সেখানে এসইউ ৩৫ এবং এসইউ ৫৭ যুদ্ধবিমান দেখেন তিনি। এ কারখানায় যুদ্ধবিমানের পাশাপাশি বেসামরিক বিমানও তৈরি হয়।

গত মঙ্গলবার রাশিয়া সফরে যান কিম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Also Read: সামরিক সহযোগিতা নিয়ে কী কথা হয়েছে পুতিন-কিমের

কিমের এ সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির আশঙ্কা, রাশিয়ার সঙ্গে আরও বড় সামরিক চুক্তি করতে যাচ্ছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, রাশিয়া–উত্তর কোরিয়ার মধ্যে সেনা সহযোগিতা, অস্ত্র চুক্তি এবং উপগ্রহ–সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Also Read: রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দেখলেন কিম জং–উন