Thank you for trying Sticky AMP!!

আলেকজান্ডার মোইসিয়েভ

নৌপ্রধান ইয়েভমেনভকে সরাল রাশিয়া, নতুন দায়িত্ব পেলেন মোইসিয়েভ

নৌবাহিনীর প্রধান বদল করেছে রাশিয়া। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার নৌবাহিনীর প্রধানের পদ থেকে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে রাশিয়ার নর্দার্ন ফ্লিটের সাবেক কমান্ডার আলেকজান্ডার মোইসিয়েভকে রুশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান করা হয়েছে।

রুশ নৌবাহিনীর শীর্ষ পদে এই বদল আসার আগে খবর বেরিয়েছিল যে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে বারবার যুদ্ধজাহাজ খোয়ানোর জেরে ইয়েভমেনভকে বরখাস্ত করা হয়েছে।

ইয়েভমেনভ ২০১৯ সালের মে মাস থেকে রুশ নৌবাহিনীর প্রধানের পদে ছিলেন।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানায়, এক অনুষ্ঠানে মোইসিয়েভকে রুশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

মোইসিয়েভকে রুশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার খবরের বিষয়ে গত সপ্তাহে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল ক্রেমলিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ এখনো চলছে।

Also Read: পাড়ার ‘গুন্ডা’ থেকে স্তালিনের পর রাশিয়ার দীর্ঘতম প্রেসিডেন্ট

ইউক্রেনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৪টির বেশি রুশ জাহাজ ধ্বংস করেছে তারা। সবশেষ চলতি মাসের শুরুতে রাশিয়ার একটি সামরিক টহল নৌকা ধ্বংস করা হয়।

ইউক্রেনের হামলায় যুদ্ধজাহাজসহ সামরিক নৌযান ধ্বংসের ঘটনা রাশিয়াকে লজ্জায় ফেলে দেয়। এ অবস্থায় ক্রিমিয়ার ঐতিহাসিক সেভাস্তোপোল নৌঘাঁটি থেকে নৌযান অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় মস্কো।

Also Read: রাশিয়ায় ক্রিমিয়ার ‘প্রত্যাবর্তনের’ প্রশংসায় পুতিন