Thank you for trying Sticky AMP!!

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি: ৫ বুলগেরিয়ানকে অভিযুক্ত করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বুলগেরিয়ার পাঁচ নাগরিককে অভিযুক্ত করবে যুক্তরাজ্য। দেশটির প্রসিকিউটররা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বলেছে, বুলগেরিয়ার সন্দেহভাজন এই পাঁচ নাগরিকের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

সন্দেহভাজন পাঁচ ব্যক্তি হলেন অরলিন রুসেভ (৪৫), বিজার জাম্বাজভ (৪১), ক্যাট্রিন ইভানোভা (৩১), ইভান স্টোয়ানভ (৩১) ও ভানিয়া গ্যাবেরোয়া (২৯)। তাঁরা লন্ডন ও নরফোকে থাকতেন।

যুক্তরাজ্যের প্রসিকিউটরদের ভাষ্যমতে, ২০২০ সালের আগস্ট থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে কথিত অপরাধ সংঘটিত হয়েছে।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলেছে, বুলগেরিয়ার পাঁচ নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রের (যুক্তরাজ্য) নিরাপত্তা-স্বার্থের ক্ষতির উদ্দেশ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শত্রুর কাজে লাগানোর জন্য তথ্য সংগ্রহের ষড়যন্ত্রের অভিযোগ আনা হবে।

২৬ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এই পাঁচ ব্যক্তির হাজির হওয়ার কথা রয়েছে।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানায়, পাঁচজনের মধ্যে তিনজনকে গত ফেব্রুয়ারি মাসে অসৎ উদ্দেশ্যে মিথ্যা পরিচয়সংক্রান্ত নথি রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়। তাঁরা হলেন রুসেভ, জাম্বাজভ ও ইভানোভা। এই মামলায় গত জুলাই মাসে তিনজনকে লন্ডনের ওল্ড বেইলি আদালতে হাজির করা হয়েছিল।