Thank you for trying Sticky AMP!!

কসোভোয় সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২৫ ন্যাটো সেনা আহত

কসোভোতে সার্ব বাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের সংঘর্ষ হয়েছে

কসোভোয় সার্ব–অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ান গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ায় সংঘর্ষ শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সার্বরা। গতকাল সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ন্যাটোর শান্তিবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ন্যাটো কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে গ্রেনেডও ছোড়া হয়েছে। সার্বের বিক্ষোভকারীরাও ন্যাটো বাহিনীকে লক্ষ্য করে হামলা চালান।

ন্যাটোর শান্তিবাহিনী বিবৃতিতে বলেছে, একাধিক দেশ থেকে আসা তাদের বাহিনীর অন্তত ২৫ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। ইতালি ও হাঙ্গেরির সেনাদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ন্যাটো।

কসোভোর একটি স্থানীয় সংবাদপত্র লিখেছে, সার্ব–অধ্যুষিত অঞ্চলের একটি হাসপাতালে অন্তত ৫০ জন ভর্তি আছেন। সবাই কমবেশি আহত। তবে একজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর দেশের সেনাদের লক্ষ্য করে এভাবে হামলা করা হলে তা আর মেনে নেওয়া হবে না। কসোভোয় যেভাবে নির্বাচন হয়েছে, তারও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সংঘর্ষ থামাতে সব পক্ষকেই উদ্যোগ নিতে হবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটির ১১ জন সেনা সংঘর্ষে আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সার্বরা বলেছেন, তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।