রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে আজ শনিবার মস্কোয় বৈঠক করেন ভ্লাদিমির পুতিন
রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে আজ শনিবার মস্কোয় বৈঠক করেন ভ্লাদিমির পুতিন

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেলছেন পুতিন’

ইউক্রেনে এক দিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষে এ অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে। এর আওতায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে রাশিয়া।

শনিবার মস্কোয় রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় টেলিভিশনে সম্প্রচার করা বক্তব্যে তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত পর্যন্ত ইস্টার (সানডে উপলক্ষে) অস্ত্রবিরতি ঘোষণা করছে রাশিয়া। পুতিন বলেন, মানবিক কারণে ‘এই সময়ে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর নির্দেশ দিয়েছি আমি।’

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের স্থাপন করা উদাহরণ ইউক্রেনীয় পক্ষও অনুসরণ করবে—এর ওপর ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। তবে এই অস্ত্রবিরতির সম্ভাব্য লঙ্ঘন, শত্রুপক্ষের উসকানি, যেকোনো আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য আমাদের সেনাসদস্যদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।’

পুতিনের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি লেখেন, ‘এখন পর্যন্ত এটি মানুষের জীবন নিয়ে খেলতে পুতিনের আরেকটি অপচেষ্টা।...আমাদের আকাশে শাহেদ ড্রোনের উপস্থিতি ইস্টার সানডে ও মানুষের জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব তুলে ধরেছে।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পর থেকে তিন বছরের বেশি সময় ধরে এ সংঘাত চলছে। ইউক্রেনে যুদ্ধ থামাতে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি শান্তিচুক্তির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে এখনো আশার আলো দেখা যায়নি।