ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস নিজ হাতে ধরে ব্রিকলেনে ঘুরলেন। কুশল বিনিময় করলেন সাধারণ মানুষের সঙ্গে। ইস্ট লন্ডন, যুক্তরাজ্য, ৫ জুন ২০২৫
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস নিজ হাতে ধরে ব্রিকলেনে ঘুরলেন। কুশল বিনিময় করলেন সাধারণ মানুষের সঙ্গে। ইস্ট লন্ডন, যুক্তরাজ্য, ৫ জুন ২০২৫

বৃষ্টিস্নাত সকালে নিজ হাতে ছাতা ধরে হেঁটে ব্রিকলেনে ঘুরলেন ব্রিটিশ রাজা

ইস্ট লন্ডনের ব্রিকলেন ঘুরে গেলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সিংহাসনে বসার পর লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের ব্রিকলেনে এটি তাঁর দ্বিতীয় সফর। তবে রাজা হওয়ার আগে ১৯৮৭ সালে প্রথমবার ব্রিকলেন সফর করেন তিনি।

বিশ্বব্যাপী প্রযুক্তি, স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গেমিং, মেটাভার্স ও ডিজিটাল উদ্ভাবনবিষয়ক এসএক্সএসডব্লিউর একটি প্রদর্শনীকে উৎসাহিত করতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ব্রিকলেনে আসেন রাজা তৃতীয় চার্লস।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস নিজ হাতে ধরে ব্রিকলেনে ঘুরলেন। ইস্ট লন্ডন, যুক্তরাজ্য, ৫ জুন ২০২৫

রাজা তৃতীয় চার্লস এদিন বৃষ্টিস্নাত সকালে নিজ হাতে ছাতা ধরে হেঁটে ব্রিকলেনে ঘোরেন। এ সময় তিনি স্পিটালফিল্ড মার্কেটের ক্রাইস্ট চার্চে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। ব্রিকলেনের বাংলাদেশিদের ঐতিহ্যবাহী রেস্তোরাঁ ব্যবসাসহ বাংলাদেশি কমিউনিটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

বাংলাটাউন বিজনেস অ্যাসোসিয়েশনের পরিচালক গুলজার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ব্রিকলেনের বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষ থেকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের কমিউনিটিসহ আমাদের ব্যবসা-বাণিজ্যের খোঁজখবর নিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন।’ এ সময় আবদাল উল্লাহ, আয়েশা কোরেশি, আমরিন মোবারাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি রাজা হিসেবে প্রথমবারের মতো ব্রিকলেন সফর করেন রাজ তৃতীয় চার্লস।

ব্রিটিশ তৃতীয় চার্লস ব্রিকলেনে সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। ইস্ট লন্ডন, যুক্তরাজ্য, ৫ জুন ২০২৫