Thank you for trying Sticky AMP!!

২২ মার্চ সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে

মস্কোয় হামলার ঘটনায় তাজিকিস্তানে আটক ৯

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে হামলায় জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে ৯ ব্যক্তিকে আটক করেছে তাজিকিস্তানের নিরাপত্তা সংস্থা। গতকাল শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

২২ মার্চ সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। হলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। আহত তিন শতাধিক।

নাম প্রকাশ না করার শর্তে তাজিকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাশিয়ার আরআইএ নভোস্তি বার্তা সংস্থা জানায়, তাজিকিস্তানের একটি জেলার ৯ জন বাসিন্দাকে আটক করা হয়েছে। মস্কোর ক্রোকাস সিটি হলে হামলাকারীদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে। তাঁদের আটকের অভিযানে রাশিয়ার নিরাপত্তা বাহিনীও যুক্ত ছিল।

হামলার ঘটনায় এখন পর্যন্ত ১১ সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করার কথা জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে চারজনকে ‘হামলাকারী’ হিসেবে রাশিয়ার কর্তৃপক্ষ শনাক্ত করেছে। তাঁরা তাজিকিস্তানের নাগরিক।

Also Read: মস্কোয় হামলায় অবশ্যই বিদেশি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল: এরদোয়ানের সহযোগী

ক্রোকাস সিটি হলে হামলার দায় নিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে)।

হামলাকারীদের ‘উগ্র ইসলামপন্থী’ বলে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Also Read: মস্কোর কনসার্ট হলে হামলায় ইউক্রেনের সম্পৃক্ততার আভাস নেই: যুক্তরাষ্ট্র