ইউক্রেনের দনবাস অঞ্চল থেকে সেনারা সরে না গেলে রাশিয়া শক্তি প্রয়োগ করে তা দখল করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে সমঝোতার সম্ভাবনাও বাতিল করেছেন তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে মস্কোয় বৈঠক হলেও রাশিয়া এখনো ওয়াশিংটনের সাড়ার অপেক্ষায় আছে। পুতিন জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু অংশে মস্কোর আপত্তি রয়েছে। বর্তমানে পুতিন ভারত সফরে রয়েছেন।