বিদ্যুৎ–বিভ্রাটের কারণে কান শহরের ট্রাফিক বাতি বন্ধ হয়ে যায়
বিদ্যুৎ–বিভ্রাটের কারণে কান শহরের ট্রাফিক বাতি বন্ধ হয়ে যায়

চলচ্চিত্র উৎসবের মধ্যে কানে বিদ্যুৎ–বিভ্রাট

ফ্রান্সের কান শহরে ব্যাপক বিদ্যুৎ–বিভ্রাট দেখা দিয়েছে। এর প্রভাব কান চলচ্চিত্র উৎসবেও পড়েছে। আজ শনিবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ–বিভ্রাট দেখা দেয়।

বিদ্যুৎ–বিভ্রাটের কারণে কান শহরের ট্রাফিক বাতি নিভে যায়। এতে শহরটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় চলচ্চিত্র উৎসবের প্রধান কার্যালয়ে সাময়িকভাবে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিভ্রাটের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে পুলিশ সূত্র এএফপিকে জানিয়েছে, পার্শ্ববর্তী একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় এ বিভ্রাট দেখা দিয়েছিল। সম্ভবত নাশকতামূলক হামলা হয়েছিল সেখানে।

ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরটিএই তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, কান শহর এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ–বিভ্রাটের প্রভাব পড়েছে। এর ফলে ১ লাখ ৬০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে।

আরটিএইর একজন মুখপাত্র জানান, নাশকতার তদন্ত করা হচ্ছে, তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।