স্পেনের জনপ্রিয় উৎসব ‘লা টমাটিনা’। প্রতিবছর আগস্টের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দিকে টমেটো ছুড়ে মারেন। এতে অংশ নিতে হাজারো দেশি-বিদেশি পর্যটক স্পেনের ভ্যালেন্সিয়ার পশ্চিমাঞ্চলের বুনোল শহরে জড়ো হন। মেতে ওঠেন ‘টমেটো ছোড়ার’ উৎসবে। এবারের টমেটো উৎসব নিয়ে ছবির গল্প।