Thank you for trying Sticky AMP!!

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের কাছে আহত এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন উদ্ধারকর্মীরা। খারকিভ, ইউক্রেন, ২ জানুয়ারি

ইউক্রেনের ৯ ক্ষেপণাস্ত্র ভূপাতিত

রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ছোড়া নয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো। এর কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেনে একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়ে।

রাশিয়ান সেনাবাহিনীর ভাষ্য, আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বেলগোরোদ অঞ্চলে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এরপর তারা অন্যান্য অঞ্চলে একই ধরনের আরও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এগুলো ছিল ‘ভিলখা’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

কয়েক মাস ধরেই বেলগোরোদ ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। গত সপ্তাহে সেখানে এক হামলায় ২৫ জন নিহত হয়েছেন।

বেলগোরোদের গভর্নর বলেন, ইউক্রেন সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে। পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে। এতে একজন নারী আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার ইউক্রেনের ওপর হামলা জোরদার করার অঙ্গীকার করেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৪ সালে বিপুল অস্ত্রশস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে বদলা নেওয়ার শপথ নিয়েছেন। নতুন বছরের শুরুতেই ইউক্রেনের কয়েকটি শহরে হামলা হওয়ার পর এ হুঁশিয়ারি দেন তিনি।

Also Read: ২০২৪ সালে রাশিয়ার বিরুদ্ধে বদলা নেওয়ার হুঁশিয়ারি জেলেনস্কির

দ্রুত অস্ত্র পাঠাতে ইউক্রেনের আহ্বান

ইউক্রেন তার মিত্রদেশগুলোকে দ্রুত অস্ত্র পাঠাতে আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার পর আজ দেশটি এ আহ্বান জানায়।

কিয়েভের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পশ্চিমা দেশগুলোর প্রতি এ হামলায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, সব ধরনের ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সরবরাহ বাড়ানোসহ ‘স্পষ্ট প্রতিক্রিয়া’ দেখানোর আহ্বান জানায়।