Thank you for trying Sticky AMP!!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেনকে সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্রের বিল পাসে কৃতজ্ঞ জেলেনস্কি

ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিল পাস হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এ সহায়তা মানুষের জীবন বাঁচাবে এবং যুদ্ধের ‘যৌক্তিক সমাপ্তি’ টানবে।

এক্সে লেখা এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, উভয় দল ও ব্যক্তিগতভাবে স্পিকার মাইক জনসনের কাছে এ সিদ্ধান্ত নেওয়ায় কৃতজ্ঞ। এটি ইতিহাসকে সঠিক পথে রাখবে।’

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, ‘এ বিল যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাবে, হাজার হাজার মানুষের জীবন রক্ষা করবে এবং আমাদের উভয় দেশকে আরও শক্তিশালী হতে সহায়তা করবে।’

ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে গতকাল শনিবার বহুল আলোচিত ওই বিল পাস হয়। ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দেন মার্কিন আইনপ্রণেতারা।

Also Read: ইসরায়েল–ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস

ইউক্রেনের জন্য পাস হওয়া বিলে দেশটিকে ৬০ দশমিক ৮৪ বিলিয়ন (৬ হাজার ৮৪ কোটি) ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে ৩১১টি, বিপক্ষে ১১২টি।

রাত্রিকালীন ভিডিও ভাষণ দেওয়ার কয়েক মিনিট পর গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক্সে বার্তা পোস্ট করেন। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের এ সহায়তা যুদ্ধক্ষেত্রে তাঁর সেনাদের উজ্জীবিত করবে। নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ‘মার্কিন নেতৃত্বের’ প্রশংসাও করেন তিনি।

গতকাল রাত্রিকালীন ভিডিও ভাষণ দেওয়ার কয়েক মিনিট পর ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওই বার্তা পোস্ট করেন। জেলেনস্কি বলেন, এ সহায়তা যুদ্ধক্ষেত্রে তাঁদের সেনাদের উজ্জীবিত করবে। নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ‘মার্কিন নেতৃত্বের’ প্রশংসাও করেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এ সমর্থন আমরা অবশ্যই আমাদের দুই দেশকে আরও শক্তিশালী করতে ও যুদ্ধের ন্যায়সংগত অবসানে কাজে লাগাব, যে যুদ্ধে পুতিন নিশ্চয়ই হারবেন।’

Also Read: মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে কত ডলার গেল যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে সহায়তা দেওয়া নিয়ে দুই মাস আগে একই রকমের এক পদক্ষেপে অনুমোদন দেয় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটিও সিনেট আগামী সপ্তাহে অনুমোদন দেবে বলে মনে করা হচ্ছে। এরপর সইয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে এটি।

ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দেওয়া নিয়ে প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিল দুটি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছিল। জো বাইডেন এ সহায়তা প্রস্তাব নিয়ে চাপের মধ্য ছিলেন। এখন প্রতিনিধি পরিষদে বিল পাসের ঘটনায় বাইডেনের বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে।

Also Read: ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ চান ন্যান্সি পেলোসি, বাইডেন-ব্লিঙ্কেনকে চিঠি