Thank you for trying Sticky AMP!!

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছে বলে সন্দেহ

গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন

পোল্যান্ডের গ্রামে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইউক্রেন থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে তিন মার্কিন কর্মকর্তা এমন আভাস দিয়েছেন। খবর বিবিসির।

গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। হামলার পরপরই ইউক্রেনের পক্ষ থেকে এর জন্য রাশিয়াকে দায়ী করা হয়। আর পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদাও বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সে বিষয়ে কোনো ‘নিখুঁত প্রমাণ’ পাওয়া যায়নি।

আর এবার একটি মার্কিন সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের ওই তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে। একটি রুশ ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিতে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

জনসমক্ষে এ নিয়ে কথা বলার অনুমতি না থাকায় ওই তিন কর্মকর্তা তাঁদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন।

Also Read: পোল্যান্ডের গ্রামে পড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল কে

গতকালের এ হামলার পর জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭। আজ বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের একটি জরুরি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বলেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি।