Thank you for trying Sticky AMP!!

মস্কোয় ড্রোন হামলায় ইউক্রেন জড়িত নয়: জেলেনস্কির উপদেষ্টা

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোয় ড্রোন হামলার ঘটনা বিরল

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। আজ মঙ্গলবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক এক টেলিভশন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মস্কোয় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’

Also Read: মস্কোয় ড্রোন হামলা হয়েছে: মেয়র

ড্রোন হামলার পরপরই মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘আজ সকালে, সূর্যোদয়ের সময় চালানো ড্রোন হামলায় কিছু ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের জরুরি সেবাবিষয়ক সংস্থাগুলো ঘটনাস্থলে গেছে... কেউ গুরুতর আহত হয়েছে, এমনটা জানা যায়নি।’

Also Read: ইউক্রেনের হামলা ঠেকাতে রাশিয়ার পরিখা খনন

মস্কোর অবস্থান ইউক্রেন থেকে এক হাজারের বেশি কিলোমিটার দূরে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর মস্কোয় ড্রোন হামলার ঘটনা বিরল। তবে রাশিয়ার অন্যান্য অংশে প্রায় নিয়মিতই ড্রোন হামলা হয়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, আঘাত হানার স্থল থেকে ধোঁয়া উড়ছে। কিছু ভবনের জানালা ভাঙা।