Thank you for trying Sticky AMP!!

রাশিয়ার সীমানায় ইউক্রেন বাহিনী, চলছে সংঘর্ষ

ট্যাংক নিয়ে সড়কে ইউক্রেনের সামরিক বাহিনী

রাশিয়ার বেলগ্রদ অঞ্চলের ভেতর ঢুকে পড়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রাশিয়ার সরকার বলছে, ওই অঞ্চলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ বলেছেন, রাশিয়ার বাহিনী হামলাকারীদের খুঁজছে। হামলাকারীরা সীমান্ত পার হয়ে গ্রেভোরনস্কি এলাকায় হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, হামলার বিষয়ে প্রেসিডেন্টকে জানানো হয়েছে।

ইউক্রেন এই হামলার দায় নেয়নি। ইউক্রেন বলছে, দুটি আধা সামরিক বাহিনীর রুশ নাগরিকেরা এই হামলায় জড়িত।

গভর্নর গ্লাদকভ আরও বলেন, একটি গ্রামে গোলা হামলায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেভরন শহরে হামলায় তিনজন আহত হয়েছেন।

সংঘর্ষে তিনটি বাড়ি ও স্থানীয় প্রশাসনিক ভবন বিধ্বস্ত হয়েছে। গ্লাদকভ বলেছেন, পরিস্থিতি খুবই উত্তেজনাকর।

Also Read: ১ জুনের মধ্যে রুশ বাহিনীর কাছে বাখমুত হস্তান্তর: ভাগনারপ্রধান

গভর্নর বলেছেন, বেলগ্রদ অঞ্চলে অভিযান শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে জনগণের পরিচয়পত্র পরীক্ষা ও যাতায়াতে নজরদারি চালানোর বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেলগ্রদ অঞ্চলের ফুটেজগুলো যাচাই–বাছাই করেছে বিবিসি।

বিবিসির দলটি ড্রোন থেকে পাঠানো একটি ভিডিও শনাক্ত করেছে। ওই ভিডিওতে বেলগ্রদের দক্ষিণে সীমান্তের কাছে বেশ কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। বেশ কয়েকটি হেলিকপ্টারও ফুটেজে দেখা গেছে। ফুটেজগুলো সাম্প্রতিক। তবে ভিডিও থেকে ঘটনাগুলো ধারাবাহিকভাবে কীভাবে ঘটেছে, তা নিশ্চিত করে বলা কঠিন।
কিয়েভ বলছে, হামলায় ইউক্রেনভিত্তিক রাশিয়ার সরকারবিরোধী লিবার্টি অব রাশিয়া লিজিয়ন ও রাশিয়ান ভলান্টিয়ার কর্পস জড়িত।

Also Read: ইউক্রেনের হামলা ঠেকাতে রাশিয়ার পরিখা খনন

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, বাখমুত থেকে দৃষ্টি ঘোরাতেই এই হামলা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরিক সাক বলেছেন, রাশিয়ার সরকারের সন্ত্রাসী কাজে ক্ষুব্ধ নাগরিকেরা এই হামলায় জড়িত।