Thank you for trying Sticky AMP!!

পোল্যান্ডে তৈরি ১০০ বহুমুখী সাঁজোয়া যান কিনছে ইউক্রেন

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি

পোল্যান্ডে তৈরি ১০০টি রোসোমাক সাঁজোয়া যান কিনছে ইউক্রেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন।

মোরাউইকি গতকাল পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর সিমিয়ানোভিচ স্লাস্কিতে অবস্থিত রোসোমাক সাঁজোয়া যান তৈরির কারখানা পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস শিমহাল ১০০টি রোসোমাক সাঁজোয়া যানের ক্রয়াদেশ দিয়েছেন। এ সাঁজোয়া যান এখানেই তৈরি হবে।

রোসোমাক বহুমুখী সাঁজোয়া যান। ফিনল্যান্ডের কোম্পানি প্যাট্রিয়ার লাইসেন্সের আওতায় পোল্যান্ডে এ সাঁজোয়া যান তৈরি করা হয়।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাউইকি জানান, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে এ সাঁজোয়া যানের মূল্য পরিশোধ করা হবে।

চুক্তিটির বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি মোরাউইকি। এ ছাড়া এ সাঁজোয়া যানগুলো মোট কত অর্থে বিক্রি হচ্ছে, সে সম্পর্কেও তিনি কিছু বলেননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলা শুরুর পর কিয়েভকে অর্থ ও অস্ত্রসহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা।