Thank you for trying Sticky AMP!!

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হলেন উইলিয়াম ও কেট

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও কেট মিডলটন

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস হিসেবে বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনের নাম ঘোষণা করেছেন যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস। জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন। খবর: রয়টার্সের।

এর আগে চার্লস ও তাঁর প্রয়াত স্ত্রী ডায়ানার যথাক্রমে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস পদবি ছিল। নতুন রাজা হিসেবে আজ শনিবার ৭৩ বছর বয়সী চার্লসের আনুষ্ঠানিক অভিষেক হতে পারে।

তৃতীয় চার্লস রাজা হওয়ার পর এখন ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের ক্রমতালিকার এক নম্বরে রয়েছেন প্রিন্স উইলিয়াম। তিনি চার্লসের বড় ছেলে। তাঁর জন্ম ১৯৮২ সালে। মা প্রিন্সেস ডায়ানা।

Also Read: চার্লস: স্পষ্টভাষী ও আড়ালে থাকা নতুন রাজা

সিংহাসনের উত্তরাধিকারের ক্রমতালিকার দুই নম্বরে রয়েছে প্রিন্স উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জ। তার জন্ম ২০১৩ সালে। তিন নম্বরে রয়েছে প্রিন্স উইলিয়ামের মেয়ে প্রিন্সেস শার্লট। তার জন্ম ২০১৫ সালে।