Thank you for trying Sticky AMP!!

ওডিশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ হাতির মৃত্যু

হাতি। ফাইল ছবি

ভারতের ওডিশা রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতটি হাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ওডিশার ঢেংকানল জেলার কমলাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ভোরে ১৩টি হাতির একটি পাল রাস্তা পার হচ্ছিল। পাশে একটি নালা ছিল। নালার কাছেই ঝুলে ছিল বৈদ্যুতিক লাইনের তার। একটি হাতি নালায় পানি খেতে যায়। তারের সংস্পর্শে আসে সে। পরে একে একে সাতটি হাতি মারা যায়। হাতিগুলো পূর্ণবয়স্ক ছিল।

বন কর্মকর্তা সুদর্শন পাত্র বলেছেন, দুর্ঘটনায় সাতটি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ছিল পাঁচটি মা হাতি। এই দুর্ঘটনা বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য ঘটেছে। হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

ওডিশার পরিবেশবাদী বিশ্বজিৎ মোহান্তি অভিযোগ করে বলেছেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য অকালে প্রাণ গেল সাতটি পূর্ণবয়স্ক হাতির। এভাবে ওডিশার ২০০টি স্থানে ঝুলে আছে বৈদ্যুতিক তার।