Thank you for trying Sticky AMP!!

দাঁড়া, দেখাচ্ছি মজা!

বিষধর সাপ কাউকে দংশন করলে সেই ব্যক্তি উহ-আহ করতে করতেই শেষ। কিন্তু ভারতের এক লোকের বেলায় ঘটেছে ব্যতিক্রম। একটা সাপ তাঁকে যেই না ছোবল মেরেছে, অমনি রেগেমেগে মারমুখী হয়ে গেলেন তিনি। গোঁ ধরলেন,‘দাঁড়া, দেখাচ্ছি মজা!’ উল্টো সাপটাকেই এমন কামড় দিলেন যে ওটার ভবলীলা সাঙ্গ। খবর রয়টার্সের।

ভারতীয় ওই তরুণের নাম রাজকুমার। গত রোববার সন্ধ্যায় উত্তর প্রদেশের উত্তরাঞ্চলে নিজের বাড়িতে বসে আরাম করছিলেন তিনি। পানীয় পান করার সময় একটি সাপ বাড়িতে ঢুকে কামড়ে দেয় তাঁকে। রাজের বাবা বাবু রাম বলেন, ‘সাপ রাজকে কামড়ে দেওয়ায় সেও পাল্টা কামড় দেয় সাপটিকে। কামড়ে টুকরো টুকরো করে চিবায়।’

রাজের পরিবার চটজলদি তাঁকে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, তাঁর অবস্থা আশঙ্কাজনক। রাজকে কামড়ে দেওয়া সাপটিকে ইঁদুরে সাপ বলে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। সাধারণত এ ধরনের সাপ তেমন বিষাক্ত হয় না।

রাজের চিকিৎসক এন পি সিং বলেন, ‘নিঃসন্দেহে এটি অদ্ভুত এক ঘটনা। সাপের কামড় খাওয়া অনেক লোকের চিকিৎসা করেছি। কিন্তু সাপকে কামড়ে দেওয়া লোক জীবনে দেখিনি। শুধু তা–ই নয়, ব্যাগে পুরে মৃত সাপটি সঙ্গে করে নিয়ে এসেছে রাজ।’