Thank you for trying Sticky AMP!!

পশ্চিমবঙ্গ সরকারের ঘট বিসর্জন হয়ে গেছে: মুকুল রায়

মুকুল রায়

দুর্গাপূজার বিসর্জন শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায় রাজ্য সরকারের সমালোচনায় মুখর। গতকাল বুধবার তিনি সাংবাদিকদের বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারের ঘট বিসর্জন হয়ে গেছে, এখন বাকি প্রতিমা বিসর্জন।

কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজা শেষ হলো গত মঙ্গলবার বিজয় দশমী উৎসবের মধ্য দিয়ে। ওই দিন প্রতিটি মন্দিরেই প্রথমে দুর্গা প্রতিমার পুজোর ঘট বিসর্জন হয়। এই বিসর্জনের পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুর্গা প্রতিমা বিসর্জন। এখনো চলছে প্রতিমা বিসর্জন কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাটে। আর কাল শুক্রবার সরকারিভাবে বিসর্জন হবে কলকাতার নামী ৭৯টি দুর্গা প্রতিমার বিসর্জন।

মুকুল রায়ের বাড়িতে প্রতিবছরের মতোএবারও অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা। পূজায় মুকুলের উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ার বাড়িতে হাজির হয়েছিলেন কলকাতার সাংবাদিকেরা। সেখানে মুকুল রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


মুকুল রায় আরও বলেছেন, ‘এবার আমি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছি রাজ্যের অশুভ শক্তির বিনাশ হোক। এই রাজ্যের মানুষকে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করুক আমাদের দুর্গা মা।’

সারদা দুর্নীতি-কাণ্ডে সিবিআই তলব নিয়ে মুকুল রায় বলেন, ‘আমার নিজের মনে আমি পরিষ্কার। সিবিআই আমাকে যতবার ডাকবে, ততবার যাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পালিয়ে যাওয়ার মানুষ নই আমি। আমি সিবিআইর মুখোমুখি হয়েছি, ভবিষ্যতেও হব।’


কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারের পালিয়ে থাকার বিষয়টি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন তুললে মুকুল রায় বলেন, ‘রাজীব কুমারের পালিয়ে বেড়ানোর ঘটনায় ভারতবর্ষের কাছে বাংলার মুখ খারাপ হয়েছে।’

মুকুল রায় এ কথাও বলেছেন, এখন বহু তৃণমূল নেতা, বিধায়ক বিজেপিতে যোগদানের জন্য অপেক্ষায় আছেন।