Thank you for trying Sticky AMP!!

ফণীর ভয়ংকর ছোবল

ঘূর্ণিঝড় ফণী আজ শুক্রবার সকালে ভারতের ওডিশা রাজ্যের উপকূলে আঘাত হানে। ফণীর প্রভাবে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে যায়। একই সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। ঝড়ের উন্মাদনা ভয়ংকর রূপ ধারণ করে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড়টির প্রভাবে স্থানীয় সময় সকাল ৮টায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো ঘূর্ণিঝড় ফণীর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ওডিশার পুরিতে ফণীর আঘাত হানার ভয়ংকর দৃশ্য দেখা যায়। প্রচণ্ড শো শো শব্দ ও ভয়ানক উন্মাদনায় বয়ে যায় ঝড়। ঝড়ে গাছপালা দুলতে থাকে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পুরিতে ঘণ্টায় ১৫০ থেকে ১৭৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। কোথাও কোথাও বাতাসের গতিবেগ আরও বেশি ছিল।

ঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে। কাঠের ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভারী বৃষ্টিতে অনেক এলাকা ডুবে যায়।

সাগর প্রচণ্ডভাবে উত্তাল রয়েছে।