Thank you for trying Sticky AMP!!

বিজেপির শরিক এল ইউপিএতে

বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা উপেন্দ্র কুশাওয়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএতে যোগ দিয়েছেন। ছবি: টুইটার

বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিক বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টির (আরএলএসপি) নেতা উপেন্দ্র কুশাওয়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএতে যোগ দিলেন। বৃহস্পতিবার কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করে কুশাওয়া নিজেই একথা জানান।

নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্য ছিলেন কুশাওয়া। কিছুদিন আগে তিনি মন্ত্রিত্ব ও জোট ত্যাগ করেন। এবার যোগ দিলেন ইউপিএতে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও বিহারের রাষ্ট্রীয় জনতা দল নেতা লালু প্রসাদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বিহারের মানুষের মঙ্গলের জন্যই তাঁর এই সিদ্ধান্ত।

কুশাওয়ার দল গত লোকসভা ভোটে তিনটি আসনে জিতেছিল। এবার আসন সমঝোতা নিয়ে গোলমাল। বিহারে কুশাওয়া সম্প্রদায়ের ভোট ৬ শতাংশ।

বিহারে বিজেপির অপর শরিক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি (এলজেপি)। আসন বন্টন নিয়ে তাঁর দলের সঙ্গেও বিজেপির দর কষাকষি চলছে। রামবিলাসকে কুশাওয়ার পরামর্শ, বিজেপির ঔদ্ধত্বের জবাব দিয়ে বিহারের মানুষের স্বার্থে জোট ছাড়ুন।